ট্যুরিস্ট পুলিশের সেবার মান আরও উন্নত হচ্ছে: অতিরিক্ত আইজিপি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩

পর্যটকদের সেবায় সার্বক্ষণিক প্রস্তুত ট্যুরিস্ট পুলিশ। সরকার সেবার মান আরও উন্নত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় ট্যুরিস্ট স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ফটোগ্রাফার

অতিরিক্ত আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আলাদা নজর আছে। কুয়াকাটা সমুদ্র সৈকতসহ দেশের পর্যটন কেন্দ্রগুলোকে বাড়তি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ আছে তার।

jagonews24

কুয়াকাটা জিরো পয়েন্টের পর্যটন হলিডে হোমসের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান।

আরও পড়ুন: পাহাড়ের দেশে পর্যটকদের মনে প্রশান্তি এনে দেয় ‘রাইন্যা টুগুণ’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম, বরগুনা জেলা পুলিশ সুপার আব্দুস সালাম, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।