হাসপাতালের জরুরি বিভাগে কুকুর, ছবি ভাইরাল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কর্মকর্তাদের শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সূত্র জানায়, শুক্রবার (১০ মার্চ) দিনগত রাতে রোগী নিয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। পরে রাত ১টার দিকে বিশেষ প্রয়োজনে গিয়ে দেখেন নার্সদের রুমের দরজা বন্ধ। পরে জরুরি বিভাগে গিয়ে চিকিৎসক-নার্স কাউকেই পাননি। এসময় তিনি দেখতে পান, জরুরি বিভাগের দুটি টেবিলের ওপর শুয়ে রয়েছে তিনটি কুকুর।
তাৎক্ষণিকভাবে নিজের মোবাইলে এর ছবি তুলে রাখেন। পরে রোগী সুস্থ হলে বাড়ি গিয়ে ছবিটি বন্ধুদের দেখান। তারা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। এরপর মুহূর্তের ছবিটি ভাইরাল হয়ে যায়।

ছবিটি শেয়ার করে হাফিজুর রহমান মানিক নামের একজন লিখেছেন, ‘আমাদের ঈশ্বরগঞ্জ হাসপাতালে এর চেয়ে বেশি কিছু হবে না। হাসপাতালে যে কয়টা আছে, সবাই দালালি করতে চায়। আর চুরি-চিন্তা সব সময় মাথায় থাকে। এই হলো ঈশ্বরগঞ্জ।’
খাইরুল ইসলাম আলামিন নামের আরেকজন লিখেছেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবিটা দেখে কেউ ভাববেন না এটা পশু হাসপাতাল। এটা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে মানুষের চিকিৎসা করা হয়।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইদিন কে ডিউটিতে ছিলেন তা জানার চেষ্টা চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, ওই সময় যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস