খুলনা সিটি নির্বাচন
আপিলেও মনোনয়ন ফিরে পেলেন না ৩ মেয়র প্রার্থী
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৩ মে) শুনানি শেষে মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান, মো.আবদুল্লাহ চৌধুরী ও কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে মনোনয়ন ফিরে পেয়েছেন জাকের পার্টির মেয়র প্রার্থী এসএম সাব্বির হোসেন। অন্যদিকে দুই কাউন্সিলর প্রার্থীরও মনোনয়ন বাতিল ঘোষণা অব্যাহত রেখেছেন আপিল বিভাগ।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৬ মে মেয়র পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৮ মে মনোনয়নপত্র বাছাইয়ে চার মেয়র প্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

২১ মে পর্যন্ত ১৮ প্রার্থীর মধ্যে ১৫ জন মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। দুদিনে ১৫ জনের আপিলের শুনানি শেষে মনোনয়ন ফিরে পেয়েছেন এক মেয়র প্রার্থীসহ সাতজন। আর তিনজন স্বতন্ত্র মেয়রপ্রার্থীসহ আটজনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিলে যাদের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে, তারা হাইকোর্টে আপিল করতে পারবেন।
আলমগীর হান্নান/এসজে/এএসএম