‘করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত আছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। দেশের এ উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার (৭ জুলাই) সকালে সিলেটের গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাংক থেকে প্রবাসী কর্মীরা সেবা পাচ্ছে। বিদেশগামী কর্মীদের ঋণ দেওয়াসহ বিদেশফেরত কর্মীদের আর্থ সামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক।

গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও মহা ব্যবস্থাপক নুর আলম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

ছামির মাহমুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।