রাজবাড়ীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৬ জুলাই ২০২৩

রাজবাড়ীতে ইউপি সদস্যসহ (মেম্বর) ছয় জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) মো. কুরবান আলী প্রামাণিক (৪৫) এবং একই এলাকার মৃত মোকছেদ প্রামাণিকের ছেলে মো. মজনু প্রামাণিক (৩৮), মো. শহীদ শেখের ছেলে মো. আরিফ শেখ (৩৪), মো. নবাব আলী মণ্ডলের ছেলে মো. ইসলাম মণ্ডল (৩৪), মৃত কাদের মজুমদারের ছেলে মো. খলিল মজুমদার (৫০) ও মৃত মহিউদ্দিন খার ছেলে মো. শফিক খা (৪০)।

আরও পড়ুন: জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ আটক ১০

ওসি জানান, শনিবার দিনগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক জানান, পুলিশ মো. কুরবান আলী প্রামাণিককে আটক করা হয়।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।