ফেরি থেকে নদীতে ঝাঁপ, উদ্ধারের পর জানা গেলো ‘ছিনতাইকারী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:২২ পিএম, ০৫ আগস্ট ২০২৩

রাজবাড়ী গোয়োলন্দে রো রো ফেরি থেকে নদীতে ঝাঁপ দেন বাঁধন মোলা (২৮) নামে এক যুবক। পরে মো. চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ী তাকে উদ্ধার করেন। তবে ওই যুবক ছিনতাইকারী জানার পর তাকে পুলিশে দিয়েছেন চান্দু।

শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার এ ঘটনা ঘটে। নদীতে ঝাঁপ দেওয়া বাঁধন বরগুনা তালতলির মালেক মোল্লার ছেলে।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, আমি দোকানে বসেছিলাম। হঠাৎ নদীতে এক ব্যক্তিকে ভেসে যেতে দেখি। ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করি। আরেকটু হলে স্রোতে তলিয়ে যেত। কিন্তু পাড়ে আনার পর জানতে পারি ওই ব্যক্তি ছিনতাইকারী। পরে তাকে নৌ পুলিশের সোপর্দ করি। মানবিকতার জায়গা থেকে তাকে আমি উদ্ধার করেছি। সে ছিনতাইকারী হলেও তো মানুষ।

Polish_2

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল কবির জাগো নিউজকে বলেন, দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত থেকে ৫ নম্বর ঘাট এলাকায় ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ট্রলার নিয়ে তাকে উদ্ধার করে আমাদের কাছে সোপর্দ করে। এখন ওই যুবক আমাদের হেফাজতে আছে।

তিনি আরও বলেন, ধারণ করছি ফেরিতে ওই যুবক ছিনতাই করতে গিয়ে যাত্রীদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। এরপরও অধিকতর নিশ্চিত হতে কাজ করছি।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।