জালিয়াতি করে জমি রেজিস্ট্রি, কারাগারে সাবেক জেলা সাব রেজিস্ট্রার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৪ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

জমি জালিয়াতি করে রেজিস্ট্রি করায় দায়েরকৃত মামলায় রাজবাড়ীর সাবেক জেলা সাব রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে রাজবাড়ী বিশেষ জজ আদালতে জামিনের প্রার্থনা করলে তার জামিন নামঞ্জুর করে বিচারক জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বড়নুরপুর গ্রামের খালেক মৃধা ১৯৭২ সালে জমি ক্রয় করেন। এসএ রেকর্ডমূলে আলিম তার মামা আব্দুর রহমান মোল্লার কাছে কিছু জমি বিক্রি করেন। পরে বিএস রেকর্ড গোপন করে বাকি ৪২ শতাংশ জমি এসএ রেকর্ডমূলে বিক্রি করেন। এ ঘটনায় আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ওই জমিতে কাজ করতে গেলে খালেক মৃধাকে বাধা প্রদান করাসহ মিথ্যা মামলায় হয়রানি করা হয়। বিষয়টি নিয়ে ২০১৮ সালে রাজবাড়ী আদালতে আলিম, মজিবর, বারেক, ইউসুফ, হাসান ও সাবেক সাব রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন খালেক মৃধা। মামলাটি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে দুদক আদালতে ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।

রাজবাড়ী আদালতের দুদকের পিপি অ্যাডভোকেট বিজন কুমার বোস বলেন, মামলার ১০ জন আসামির মধ্যে ৯ জন এরইমধ্যে কারাবাস করে জামিনে আছেন। সোমবার রাজবাড়ী সদর উপজেলার সাবেক সাব রেজিস্ট্রার বর্তমানে জেলা সাব রেজিস্ট্রার হিসেবে অবসর গ্রহণ করা গোলাম মাহবুব উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।