ময়মনসিংহে ৬ ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহে ৬ বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে বিভাগীয় স্বাস্থ্য অফিস। একই সঙ্গে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটারও সিলগালা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এগুলো হলো- আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল। অপর দুটির নাম জানা যায়নি।

jagonews24

আরও পড়ুন: ১১ ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা 

এসময় সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান বলেন, ছয়টি ক্লিনিকের কারো লাইসেন্স নেই। একটি ক্লিনিক চালাতে যে কয়জন চিকিৎসক-নার্স দরকার একটিতেও আমরা জনবল পাইনি। তাই ছয়টি ক্লিনিক সিলগালা করতে বাধ্য হয়েছি। এসময় ১১টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।