মাদারীপুরে আ.লীগের ক্লাব ভাংচুর : আহত ৮


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৮ মার্চ ২০১৬

মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের নির্বাচনী ক্লাব ও নৌকা প্রতীক ভাংচুর করেছে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বাবুলের সমর্থকরা। এ ঘটনার জেরে রোববার রাতে ও সোমবার সকালে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপেরই ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ জানান, প্রচারণার শেষ মুর্হুতে উত্তাপ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। রোববার রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের তিনটি ক্লাবে স্বতন্ত্র প্রার্থী বাবুল সর্দারের বহিরাগত সন্ত্রাসীরা ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা নৌকা প্রতীক পুড়িয়ে দেয়। এতে সন্ত্রাসীদের সঙ্গে সংর্ঘষে প্রায় ৮ জন আহত হন। আহতদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সোমবার সকালেও সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হন। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ বহিরাগতদের আটকের চেষ্টা চালাচ্ছে। র‌্যাব, পুলিশসহ সমন্বিত প্রশাসন তৎপর রয়েছে। এলাকায় থমেথমে অবস্থা বিরাজ করায় পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।