প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবক নিহত
ময়মনসিংহের নান্দাইলে টেঁটার আঘাতে এনামুল হক (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনামুলের ভাই ফারুক মিয়া।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এনামুল হক ওই গ্রামের আবদুল হেকিমের ছেলে।
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী আবুল ইসলামের সঙ্গে এনামুল হকের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরমধ্যে ৮ মাস আগে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় আবুল ইসলামের পরিবার এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। এনিয়ে বিরোধ চরমে ছিল।
ঘটনার দিন দুই পক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে এনামুল হককে আঘাত করে। এসময় তার ভাই ফারুক তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে আবুল ইসলামের লোকজন। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় এনামুলকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই হাসানুর রহমান বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মাঝে কয়েকটি মামলা চলমান আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস