টাঙ্গাইলে ট্রাক-টেম্পু সংঘর্ষে নিহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘরকোনা আশুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেম্পো চালক আবদুল কাদের (৪০), সাদিক (৪), রহিমা বেগম (৬০), সাদিকুল (১০), হবিবর রহমান (৫০), তার স্ত্রী জাহানারা বেগম (৪২), তাদের মেয়ে হেনা (২৪) ও আয়েশা (১২) । এ সড়ক দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজনের নাম পাওয়া যায়নি

মধুপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, উপজেলার ঘরকোনা নামক স্থানে টাঙ্গাইল থেকে মধুপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন ৬ জন। পরে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরো চারজনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।