নৌকাডুবির ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থলের অদূরে পানিতে ভাসমান অবস্থায় হাজেরা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এর আগে সকালে ওয়াসেদ মিয়া নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্দার করা হয়। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন শিশু ওয়াসেকের বাবা হযরত আলী। শুক্রবার বিকেলে ইটনা উপজেলার ওয়ারা হাওরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভূইয়ারপাড় থেকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে ৮ জন যাত্রী মৃগা ইউনিয়নের প্রজারকান্দা ফিরছিল। শুক্রবার বিকেলে ওয়ারা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিন যাত্রী।
ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হযরত আলীর মরদেহ এখনও পাওয়া যায়নি।
নূর মোহাম্মদ/এসএস/এবিএস