এক বাঘাইড়ে জেলে পেলেন ৭১ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২৫
পদ্মায় ধরা পড়া মাছটির ওজন ৪২ কেজি

রাজবাড়ীর পদ্মা নদীতে ধোলাই হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মাছটি ধরা পড়ে।

জেলে ধোলাই হালদার জানান, সকালে সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন। পরে জাল তুলতে গেলে বুঝতে পারেন জালে বড় কিছু একটা আটকা পড়েছে। জাল তুলতেই দেখতে পান বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ আটকা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে ১৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছটি ১৮০০ টাকা কেজি দরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি বলেন, পানি কমায় পদ্মায় এখন বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছেন, লাভ হচ্ছে তাদেরও।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।