খাদ্য সহায়তা পাবে আরও ৫ লাখ পরিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০২ জুন ২০২৫
ফাইল ছবি

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে সহায়তা পাচ্ছে ৫০ লাখ পরিবার। এবারের বাজেটে সারাদেশে নিম্ন-আয়ের আরও ৫ লাখ পরিবারকে বাড়িয়ে ৫৫ লাখ পরিবারকে সহায়তার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির আরও ৫ লাখ পরিবারকে আওতাভুক্ত করার প্রস্তাব করেন।

তিনি বলেন, মূল্যস্ফীতির কশাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জানুয়ারি ২০২৫ হতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ৫৭ লাখ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সঙ্গে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে আওতাভুক্ত করার প্রস্তাব করছি।

এনএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।