বাজেট নিয়ে এনসিপি প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব হয়েছে আজ। বাজেট নিয়ে বরাবরই রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়ে থাকে। আগামীকাল মঙ্গলবার (৩ জুন) বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আগামীকালের কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, আগামীকাল আমরা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।