আইসক্রিমপ্রেমীদের জন্য সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ জুন ২০২৫
আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার কমছে/ প্রতীকী ছবি

আইসক্রিম পছন্দ করেন না এমন কোনো বয়সী মানুষ পাওয়া দুষ্কর। বর্তমানে শিশু, তরুণ থেকে বয়স্করাও আইসক্রিম পছন্দ করেন। গ্রীষ্মকাল থেকে শুরু করে শীতকালেও এখন আইসক্রিম জনপ্রিয়। আগামী (২০২৫-২৬) অর্থবছরে আইসক্রিমপ্রেমীদের জন্য রয়েছে সুখবর।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সব ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে এই প্রস্তাব করা হয়েছে। দেশের ৫৪তম বাজেট ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি।

আইসক্রিম এক ধরনের হিমায়িত ডেজার্ট, যা প্রধানত দুধ বা ক্রিমের সমন্বয়ে তৈরি করা হয়। এতে চিনি বা অন্য মিষ্টি ও কোকোয়া বা ভ্যানিলাজাতীয় মসলা অথবা স্ট্রবেরি বা পিচজাতীয় ফলের রস দেওয়া হয়।

টিটি/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।