কমতে পারে জেট ফুয়েলের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০২ জুন ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জেট ফুয়েলের ওপর শুল্ক কর কমানোর সিদ্ধান্ত সরকার। সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন।

বাজেট প্রস্তাবনায় অর্থ উপদেষ্টা বলেন, জেট এ-১ পেট্রোলিয়াম পণ্যের শুল্ক-করহার হ্রাস করা হচ্ছে। জেট এ-১ কেরোসিন টাইপ জেট ফুয়েলের ওপর আরোপ করা শুল্ককর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হবে।

এর আগে জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও ভ্যাট অব্যাহতি এবং উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির ওপর করহার কমানোর দাবি করে আসছে দেশের বেসরকারি এয়ারলাইনগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।