তরল দুধ ও আমদানি করা মাছ-মাংসের দাম কমতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০২ জুন ২০২৫
স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাচ্ছে প্যাকেটজাত তরল দুধ/ প্রতীকী ছবি

প্যাকেটজাত তরল দুধে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে প্যাকেটজাত তরল দুধের দাম কমতে পারে।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে তরল দুধে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়।

বাজেট প্রস্তাবনায় সম্পূরক শুল্ক কমানোর ফলে কমতে পারে বিদেশি মাছ ও মাংসের দাম। স্যামন, টুনা ইত্যাদি মাছের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে এবার।

পাশাপাশি বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনায় রেখে ২০২৫-২৬ অর্থবছরে ৫২ লাখ ৫৫ হাজার টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এনএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।