টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৩ জুন ২০২৫

টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের স্ত্রী আফরোজা শাহীনকে গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাকিবের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৮ জুন আবদুল্লাহ হিল রাকিব ও তার ঘনিষ্ঠ বন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান গুড্ডু কানাডায় নৌকাডুবিতে প্রাণ হারান।

রোববার (২২ জুন) পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আফরোজা শাহীনের দৃঢ়তা, নিষ্ঠা এবং প্রতিষ্ঠানের লক্ষ্য ও দর্শনের সঙ্গে তার মেলবন্ধন টিম গ্রুপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পরিচালনা পর্ষদ সকল স্টেকহোল্ডারকে তার নেতৃত্বে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আফরোজা শাহীন ২০০১ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নেন।

তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এরপর ১৯৯১ ও ১৯৯৩ সালে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে।

আফরোজা শাহীন ১৯৯৯ সালে আবদুল্লাহ হিল রাকিবকে বিয়ে করেন এবং টিম গ্রুপের জন্মলগ্ন থেকেই তার পাশে ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গ্রুপের লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ‘টুয়েলভ ক্লোথিং’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পরিচালনা পর্ষদের বৈঠকে তাদের দুই সন্তান মাহির দায়ান ও লামিয়া তাবাসসুমকেও পর্ষদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাহির দায়ান বর্তমানে সেনেকা পলিটেকনিক কলেজে অধ্যয়নরত এবং লামিয়া তাবাসসুম টরন্টো বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যয়নরত।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।