এ সপ্তাহেও খুলছে না মাইলস্টোন, পরিস্থিতি পর্যালোচনায় কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২৫
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন দেখতে এখনো উৎসুক মানুষের ভিড়/ফাইল ছবি

বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস বন্ধ। প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত রয়েছে। এক দফা ক্লাস শুরুর ঘোষণা দিয়েও পরে তা থেকে সরে আসে কর্তৃপক্ষ। এখন কবে নাগাদ এ ক্যাম্পাসে ক্লাস শুরু হবে তা জানেন না কেউ।

শিক্ষক-কর্মকর্তারা বলছেন, তারা এখন পরিস্থিতি পর্যালোচনা করছেন। শিক্ষার্থীরা ট্রমায় ভুগছে। প্রত্যক্ষদর্শী শিক্ষক-কর্মচারীদের অনেকেও মানসিকভাবে বিপর্যস্ত। তাছাড়া ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় ঠেকানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে ক্লাস শুরু করা সম্ভব নয়। সেজন্য তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। স্বাভাবিক মনে হলে তবেই ক্লাস শুরু করা হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জাগো নিউজকে বলেন, এ সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্তও স্কুল বন্ধ থাকবে। পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তা জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, কর্তৃপক্ষ রোববার (২৭ জুলাই) নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস স্বল্প পরিসরে চালুর সিদ্ধান্ত নিয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। রবি-সোমবারও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং প্রতিদিন শিক্ষার্থীদের মৃত্যুর খবর আসায় মঙ্গলবারও ক্লাস শুরু করা যাচ্ছে না। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বন্ধই থাকছে। ফলে চলতি সপ্তাহে ক্লাস হবে না।

গত ২১ জুলাই দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে সরকর। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। দগ্ধদের অনেকে চিকিৎসাধীন।

এএএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।