খুলছে স্কুল-কলেজ, প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান
আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। ডেঙ্গুর উপদ্রব থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার রাজধানীর ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, বিএনপির আমলে অবৈধ উচ্ছেদ করা হয়নি। তারা তেল মাথায় তেল দিয়েছে। আমরা অবৈধ দখলদারদের ছাড় দেইনি। পর্যায়ক্রমে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন দখল হওয়া খাল-বিল উদ্ধার করা হচ্ছে।
তিনি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খোলার পর নিয়মিত শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষাপ্রতিষ্ঠানের সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এমনিতে দেশজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছে, তার ওপরে ডেঙ্গু আতংক শুরু হয়েছে। এখন থেকে আমাদের ছেলে-মেয়েদের রক্ষা করতে হবে। সেজন্য শিক্ষকদের বড় ধরনের ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু থেকে বাঁচার করণীয় উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, সকাল ১০টায় ১০ মিনিট, প্রতি শনিবার করবো নিজেরা পরিষ্কার। আমরা মনে করেছিলাম, আগস্টের পর আর বৃষ্টি হবে না। যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে তাই নিয়মিত বাড়ির ভেতরে আশেপাশে, দোকান, গ্যারেজ, পরিত্যক্ত স্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গা পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশা জন্ম নেয়। এডিসের মাধ্যমে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।
ওয়াক-আপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. মুরাদ হোসেন, মহিলা কাউন্সিলর শামসুন্নাহার লাভলী। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএইচএম/এআরএ/এমকেএইচ