ইউআইটিএস’র বিজনেস স্টাডিজ বিভাগে নবান্ন উৎসব

নবান্ন উৎসব মেতেছিল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র বিজনেস স্টাডিজ বিভাগ।
বুধবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন।
বিজনেস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মিসেস নাদিয়া নওশিনের তত্ত্বাবধানে বিভাগের বিবিএ ব্যাচ ৫৪-এর শিক্ষার্থীরা তাদের ‘বিজনেস স্টল প্রেজেন্টেশন’ প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করে।
বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামীণ ঐতিহ্যের নানা ধরনের পিঠাসহ সুস্বাদু খাবার ও পানীয় ১০টি ব্যবসায়িক স্টলের মাধ্যমে পরিবেশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসার মাধ্যমে অনুপ্রাণিত করেন।
তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ব্যবসায়িক ধারণা এবং কঠোর পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অবশ্যই দেশে নতুন ব্যবসায়ী নেতা বের করে আনতে সাহায্য করবে।
এসময় বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. ইয়াহিন হোসেন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুকসহ বিভাগীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইএ