আনন্দ-উচ্ছ্বাসে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষাসফর ও নবীনবরণ

বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং-২০২৩ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবুল বাশার। আলোচনা পর্বে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক ও ক্যারিয়ারনির্ভর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়যাত্রায় শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনা করেন।
উচ্ছ্বাসী এমন আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে চ্যানেল আই সেরাকণ্ঠ উর্মী খান ও খুদে গানরাজ শিল্পী লিজার সুরেলা কণ্ঠের গান পরিবেশনা। দিন শেষে আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র’তে তৈরি হয় উত্তেজনা আর আনন্দ।
শিক্ষাসফর ও নবীনবরণ একসঙ্গে হওয়ায় নতুন-পুরাতন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি তৈরির পাশাপাশি গতি পাবে শিক্ষাদান প্রক্রিয়া। এমনটাই আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব, সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, রেজিস্ট্রার এস এম নূরুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক মোল্লা, ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আকমল হাকিম প্রমুখ।
এমএইচএম/বিএ/জিকেএস