জাতীয় বিশ্ববিদ্যালয়

২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০ এএম, ২০ মার্চ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী) শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ৩ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিটে। শেষ হবে ৩১ এপ্রিল।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের প্রবেশপত্র দুই কপি www.nu.ac.bd/admit a www.nubd.info/college ওয়েবসাইট হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট কপি অধ্যক্ষের স্বাক্ষর করবেন এবং প্রবেশপত্র পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করবেন।

পরীক্ষার্থীদের বিবরণী এক কপি নিজ কলেজে সংরক্ষণ করে কলেজ কর্তৃপক্ষ আসন বিন্যাসের জন্য আরেক এক কপি বিবরণী ফি ও কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের টাকা পরীক্ষা শুরুর তিনদিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার থেকে ডাউনলোড করে অনলাইনের মাধ্যমে পাঠাতে হবে।

এমএইচএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।