টাইমস হায়ার এডুকেশন
ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৬ষ্ঠ স্থানে ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৩-এ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।
২০১৯ সাল থেকে এটি তৃতীয়বারের মতো গ্লোবাল ইম্প্যাক্ট র্যাঙ্কিং অর্জন করলো ইউল্যাব। সারা বিশ্ব থেকে প্রায় ১৬০০টি বিশ্ববিদ্যালয় এ র্যাঙ্কিংয়ে অংশ নিয়েছে।
ইউল্যাব এসডিজি ১১ (টেকসই শহর এবং সম্প্রদায়) বিভাগে বাংলাদেশে প্রথম এবং এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারত্ব) বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে। এটি এসডিজি ১ (দারিদ্র্যমুক্ত), এসডিজি ৫ (লিঙ্গ সমতা), এসডিজি ৮ (যথাযোগ্য কাজ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি) এবং এসডিজি ৫ (গুণগত শিক্ষা) বিভাগেও স্থান পেয়েছে।
মর্যাদাপূর্ণ এ বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নয়টি প্রাইভেট ও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
একটি বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষমতার বিভিন্ন দিক, যেমন শিক্ষাদান, গবেষণা, আউটরিচ এবং স্টুয়ার্ডশিপ (অনুষদ, কর্মী, এবং প্রাক্তন ছাত্র) মূল্যায়ন করে এবং জাতিসংঘের এজডিজি সম্পৃক্ত বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাংকিংয়ে স্থান দেওয়া হয় ৷
এমএইচআর/জিকেএস