খুলনায় ব্যবসায়ীদের কাফন মিছিল


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৫ মার্চ ২০১৬

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুনর্বাসনের দাবিতে খুলনায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের (রেলের ভূমি ব্যবহারকারী) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে ১২৮ জন ব্যবসায়ী পুনর্বাসনের দাবিতে এ মিছিল করেন।

শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের দোকান ঘর মালিক সমিতির উদ্যোগে বিপণিকেন্দ্রের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিপণিকেন্দ্রের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি চ ম মুজিবর রহমান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক রেলস্টেশন নির্মাণ কাজ শুরু হওয়ায় শের-ই-বাংলা বিপণিকেন্দ্রের ব্যবসায়ীরা উচ্ছেদের শিকার হয়েছেন। এ অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের পুনর্বাসনের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

এ সময় তিনি অবিলম্বে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবরসহ সাধারণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

সমাবেশে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ খুলনা রেলভবন ঘেরাও ও প্রতিবাদ সভা, ১৯ মার্চ বিপণিকেন্দ্রের সামনে অবস্থান ধর্মঘট এবং ২০ মার্চ ব্যবসায়ীরা মানববন্ধন করবেন বলে ঘোষণা দেয়া হয়।

আলমগীর হান্নান/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।