২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির ‘জোরালো সুপারিশ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

দেশের ২৪টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষার্থীদের এ সংক্রান্ত একটি আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় ইউজিসি। সেখানে গুচ্ছ ভর্তি বহালে ইউজিসির পক্ষ থেকে ‘জোরালো সুপারিশ’ করা হয়েছে।

ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়ে আবেদন দিয়েছেন, সেটা আমরা বিকেলেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তাতে ইউজিসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। এখন এ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

আরও পড়ুন

এর আগে বেলা ১১টার দিকে লংমার্চ নিয়ে ইউজিসির সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে তারা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘মোদের দাবি একটাই, থাকতে হবে ২৪টাই’, ‘ব্যবসা না গুচ্ছ, গুচ্ছ গুচ্ছ’-সহ বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিন, দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধিদল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে ইউজিসি কার্যালয়ে প্রবেশ করেন। বিকেল ৩টার দিকে বৈঠক শেষ হয়।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী ও ইউজিসি কর্মকর্তারা গুচ্ছ ভর্তি বহাল রাখতে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান। ইউজিসি থেকে সুপারিশসহ শিক্ষার্থীদের আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে চলে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।