সিনেমার শুটিং সেটে ভয়াবহ আগুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৯ জুন ২০২৫

সিনেমার শুটিং শেষ হওয়ার পর পুরো টিমের সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতেছিলেন দক্ষিণী সিনেমার নায়ক হর্ষবর্ধন রানে। র‍্যাপ আপ পার্টিতে যখন সবাই আনন্দে মেতে আছেন, তখনই ঘটে যায় এ অঘটন।

শুটিংয়ের হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়ে পুরো ইউনিট। শোনা যাচ্ছে, অভিনেতার নতুন সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’র শুটিং চলছিল। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হর্ষবর্ধন রানে ও সোনম বাজোয়া। সেই সিনেমারই শুটিং শেষে ফ্লোরে ছোটখাটো একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই নাকি ফায়ার ক্র্যাকার ও হিলিয়াম গ্যাস ভরা বেলুন একসঙ্গে ফেটেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

ভারতীয় একটি গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, ‘আমরা আনন্দ উদযাপনে মেতেছিলাম। আমাদের প্রত্যেকের জন্যই এটা খুব খুশির একটা মুহূর্ত ছিল। আসলে আমরা টানা পাঁচ দিন শুটিং করেছিলাম তাই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আয়োজন কর হয়। সবাই শুটিং শেষে আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমরা বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা আমাদের প্রত্যেকের জন্যই একটা বড় শিক্ষা।’

সিনেমার শুটিং সেটে ভয়াবহ আগুন

অভিনেতা আরও বলেছেন, ‘আমাদের প্রথমে প্ল্যান ছিল যে, আমরা ওই হিলিয়াম বেলুনগুলো হাতে নিয়েই কেক কাটবো। তারপর সেগুলো আকাশে উড়িয়ে দেব। কিন্তু শেষমুহূর্তে আমিই এ পরিকল্পনা পরিবর্তন করি। আমি বলি আমরা আগে কেক কেটে নিই তারপর বেলুনগুলো ওড়াবো। এবং স্রষ্টার কৃপায় আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তা না করে যদি আমরা হাতে বেলুন নিয়েই কেক কাটতে শুরু করতাম আর আগুন ধরে যেত তাহলে যে কী হত সেটাই ভাবছি আর স্রষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি।’

 
 
 
View this post on Instagram

A post shared by Harshvardhan Rane (@harshvardhanrane)

অভিনেতার সিনেমার শুটিং ফ্লোরের এই দুর্ঘটনার খবরে বিচলিত তার অনুরাগীরা। হর্ষবর্ধন জানিয়েছেন, সোনমের ম্যানেজারের কপালে কিছুটা আঘাত লাগলেও টিমের বাকি সবাই সুস্থ আছেন।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।