‘ট্র্যাজেডি কুইন’ মিনা কুমারী হচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৪ জুন ২০২৫

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মিনা কুমারী। তাকে বলা হয় হিন্দি সিনেমার ট্রাজেডি কুইন। তার জীবনভিত্তিক ছবি তৈরির ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। এই অভিনেত্রীর জীবনকাহিনি বড়পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা।

তিনি সারেগামা ও আমরোহি পরিবারের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পের স্বত্ব কিনেছেন। বিশাল পরিসরে নির্মিতব্য এই বায়োপিক ঘিরে ইতোমধ্যে বলিউডে আলোড়ন শুরু হয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, এই চলচ্চিত্রে মিনা কুমারীর ভূমিকায় অভিনয়ের জন্য কিয়ারা আদভানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। ছবির নির্মাতারা মনে করছেন, এই চরিত্রে কিয়ারাই উপযুক্ত। তার মধ্যে রয়েছে আবেগ প্রকাশের ক্ষমতা এবং অভিনয়ের পারদর্শিতাও।

জানা গেছে, কিয়ারা ছবির চিত্রনাট্য শুনেছেন এবং পছন্দ করেছেন। তবে এখনও চূড়ান্ত সম্মতি দেননি।

যদি কিয়ারা এই ছবিতে সই করেন, তবে এটি হতে পারে মাতৃত্বকালীন বিরতির পর তার প্রথম কাজ। ফলে কিয়ারার ভক্তদের জন্য এটি হবে একটি বহুপ্রতীক্ষিত প্রত্যাবর্তন। একই সঙ্গে মিনা কুমারীর মতো আবেগময় চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সবচেয়ে চ্যালেঞ্জিং ও তৃপ্তিদায়ক কাজ হতে পারে।

‘ওয়ার ২’ ও ‘টক্সিক’-এর মতো বড় প্রজেক্টের পর মিনা কুমারীর বায়োপিকে তার নাম জড়ানো নিঃসন্দেহে প্রমাণ করে কিয়ারা তার অভিনয় পরিসরকে বহু মাত্রায় বিস্তৃত করছেন। এমন বৈচিত্র্যময় সিনেমা বেছে নেওয়ার মাধ্যমে কিয়ারা নিজেকে প্রতিষ্ঠিত করছেন বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের অন্যতম হিসেবে।

এখন প্রশ্ন উঠেছে, মিনা কুমারীর প্রাক্তন স্বামী, কিংবদন্তি পরিচালক কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন? কারণ এই চরিত্র এবং তার সঙ্গে মিনা কুমারীর সম্পর্ক ছিল চরম আবেগপূর্ণ এবং জটিল। কিয়ারা যেই হোন, এই চরিত্রের সঙ্গে তার রসায়ন নির্ধারণ করবে ছবির মূল আবহ।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।