কোহলি ও রাজ্জাকের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া অবশেষে মুখ খুললেন তার প্রেম ও বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেটার বিরাট কোহলি ও পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না।

বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন? এই প্রশ্নের উত্তরে তামান্না বলেন, ‘আমি বিরাট কোহলিকে জীবনে মাত্র একদিনের জন্যই দেখেছি। শুধু একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দেখা হয়েছিল। এরপর আর কখনো দেখা হয়নি, কথাও হয়নি।’

২০০০ দশকের শুরুর দিকে একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে বিরাট ও তামান্নাকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় প্রেমের গুজব। তবে তামান্নার স্পষ্ট বক্তব্য, সেটি কেবল একটি পেশাদার শুটিং ছিল। তার বাইরে আর কিছুই নয়।

তাহলে আব্দুল রাজ্জাকের সঙ্গে বিয়ে?

একসময় ইন্টারনেটে তামান্নার একটি ছবি ঘুরে বেড়ায়। সেখানে তাকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গে এক গয়নার দোকানে দেখা যায়। এরপর থেকেই ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুজব। তারা নাকি গোপনে বিয়ে করেছেন তেমন খবরও প্রকাশ হয়।

এই প্রসঙ্গে হেসে তামান্না বলেন, ‘মজার গুঞ্জন ছিল এটা। ইন্টারনেট একটা মজার জায়গা। আমি নাকি কিছুদিনের জন্য তার স্ত্রীও হয়ে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই লজ্জা পেয়েছিলাম। সেই দোকানের উদ্বোধন অনুষ্ঠানেই শুধু দু’জন উপস্থিত ছিলাম। কিন্তু ইন্টারনেট এমন গল্প বানিয়ে ফেলল যে আমি ওনার বউ হয়ে গেলাম! আমি তখন বলেছিলাম, ‘স্যার, দুঃখিত! আপনার তো দুই-তিনটা সন্তান আছে, আপনার জীবনে কী হচ্ছে আমি জানিও না!’

তামান্না জানান, কারও সঙ্গে সম্পর্ক না থাকার পরেও গুজব ছড়ালে তিনি খুব অস্বস্তি বোধ করেন। তার ভাষায়, ‘যখন কারও সঙ্গে কোনো সম্পর্কই নেই তবুও মানুষ গল্প বানিয়ে ফেলে তখন খুব অদ্ভুত লাগে। কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সময়ের সঙ্গে এটাই বুঝতে হয় যে আপনি সবার ভাবনা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।