পাকিস্তানের বেলুচিস্তানকে আলাদা দেশ বলায় সমালোচনার মুখে সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২০ অক্টোবর ২০২৫
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার সৌদি আরবের রিয়াধে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকেই বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন এই তারকা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি, আর নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলছিলেন সালমান। সেই সময় তিনি বলেন, ‘সৌদি আরবে যদি হিন্দি সিনেমা মুক্তি পায়, তা হলে নিশ্চিতভাবে সফল হবে। কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন—পাকিস্তান, বেলুচিস্তান, আফগানিস্তান থেকেও অনেকে আছেন।’

এই এক মন্তব্যেই আগুন লেগে যায় সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানের নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেলুচিস্তান পাকিস্তানের অংশ, আলাদা দেশ নয়।’ অন্যদিকে কেউ কেউ মনে করছেন, হয়তো সালমান ভুলবশত এমনটি বলেছেন। তবে আবার কেউ কেউ বলছেন—ভাইজান হয়তো ইচ্ছাকৃতভাবেই বলেছেন, কোনো নতুন সিনেমা বা বক্তব্যের ইঙ্গিত দিতে।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কেউ সালমানের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার তাকে সমর্থনও করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘সালমান যা বলেছেন, তা ইতিহাসের অংশ। বেলুচিস্তান আসলেই স্বাধীনতার জন্য লড়েছে।’

তবে বিতর্ক যতই বাড়ুক, সালমান এখনো এ বিষয়ে মুখ খোলেননি। সৌদি অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তিনি।

আরও পড়ুন:
অরিজিতের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন সালমান
সৌদি আরবে এক হচ্ছেন আমির, সালমান ও শাহরুখ খান

বেলুচিস্তান ২২৭ দিন স্বাধীন থাকার পর পাকিস্তানে যুক্ত হয়। সেই ইতিহাস আজও সেখানে বিতর্কিত এবং সংবেদনশীল এক অধ্যায়। তাই সালমানের মন্তব্য নিয়ে এতটা প্রতিক্রিয়া তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।