যে কারণে পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ জুন ২০১৯

অভিনয় দিয়ে দর্শকের মন যেমন জয় করেছেন তেমনি, সামাজিক কাজেও নিজেকে এগিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের মে মাসে বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়াতে এসেছিলেন তিনি।

ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বিশ্বব্যাপী শরণার্থী শিশুদের জন্য একই কাজ করে চলেছেন এই বলিউড-হলিউড অভিনেত্রী। এবার সামাজিক ও শিশুদের নিয়ে কাজের জন্য ‘ড্যানি ক্যায় হিউমেটেরিয়ান পুরস্কার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা।

ইউনিসেফের আমেরিকান অংশের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে পুরস্কারটি পাবেন তিনি। এক টুইটে নিজের অনুভূতি প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেন , ‘এমন পুরস্কারের জন্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। ইউনিসেফের সঙ্গে বিশ্বব্যাপী শিশুদের জন্য আমার এ কাজ নিজের কাছে অনেক কিছু।’

চলচ্চিত্রের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। গত মাসেও একই কারণে ইথিওপিয়া সফরে গিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই তারকা।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।