হট ভিডিওতে বিতর্কিত পুনম, শিল্পার স্বামীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২০

ভিডিওতে উষ্ণতা ছড়াতে জুড়ি নেই বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের। কাজের চেয়ে খোলামেলা হয়ে আলোচনায় বেশি থাকেন তিনি। বেশ কয়েকবার ঘোষণা দিয়ে নগ্ন হয়েছেন। এছাড়া হঠাৎ খোলামেলা ভিডিও পোস্ট করে নেটিজেনদের মধ্যে ঝড় তোলেন তিনি। সম্প্রতি আবারও এমন এক খোলামেলা ভিডিও প্রকাশ করে বিতর্কে জড়িয়েছে নায়িকা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে পুনমের আবেদন নেটজেনদের নজর কেড়েছে। এই ভিডিও শেয়ার হয়েছে প্রচুর। এই ভিডিও নিয়ে নানা বিতর্ক চলছে। এই বিতর্কের রেশ কাটনে না কাটতে আরও একটি বিষয়কে ঘিরে আলোচনায় পুনম পাণ্ডে।

বলিউডডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা করেছেন পুনমা। না, আগের ভিডিওর সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। জানা গেছে, রাজ কুন্দ্রার সংস্থা আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে একটি অ্যাপ নিয়ে পুনমের চুক্তি হয়েছিল।

অ্যাপটি পুনমের নামেই চালু হওয়ার কথা ছিল। যার লাভের একটি অংশ পুনমের পাওয়ার কথা ছিল। পুনম পান্ডের দাবি, পরবর্তীকালে তিনি জানতে পারেন, তিনি যে লভ্যাংশটি পাচ্ছেন তার হিসেবে গরমিল হচ্ছে। আর এই বিষয়টি জানতে পারার পরই আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।

চুক্তি বাতিলের পরপরই পুনমের ব্যক্তিগত ফোন নম্বরে অসংখ্য ফোন আসে। ওই ফোন নাম্বারগুলো থেকে নানান প্রস্তাব দেওয়া হয় তাকে। এরপরই বিষয়টি নিয়ে তিনি পুলিসের দ্বারস্থ হন বলে জানান অভিনেত্রী। আর সেকারণেই বাধ্য হয়ে তিনি রাজকুন্দ্রা ও তার সংস্থার বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ‘নশা’,‘দ্যা জার্নি অফ কর্মা’, ‘অ্যা গয়া হিরো’র মত ছবিতে অভিনয় করেছেন পুনম। পাশাপাশি ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতরোঁ কি খিলাড়ি’ অনেক রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

 
 
 
View this post on Instagram

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।