বিটিএস তারকার বিশাল অনুদান, ভক্তরাও দিলেন ২০ কোটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৪ জুন ২০২৫

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও বিটিএস ব্যান্ডের সদস্য সুগা। তার মূল নাম মিন ইউনগি। তিনি সেভেরান্স হাসপাতালে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় ৫০ কোটি কোরিয়ান ওন অনুদান দিয়েছেন। খবরটি প্রকাশের পরপরই সাধারণ মানুষ এবং অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় এই অনুদানে অংশগ্রহণের বিষয়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুদান ঘোষণার মাত্র এক দিনের মধ্যে মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারের জন্য জনসাধারণ ২০ কোটি ওনেরও বেশি অনুদান দিয়েছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকারও বেশি।

সুগার অনুদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক ফোনকল ও ইমেইল পেতে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বহু মানুষ, বিশেষ করে বিটিএস অনুরাগী আর্মিরা অনুদানে অংশ নিতে উদগ্রীব হয়ে ওঠেন। ২৩ জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সরকারি অনুদান পেজে মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারের জন্য একটি আলাদা বিভাগ যুক্ত করে। মাত্র ছয় ঘণ্টা ত্রিশ মিনিটের মধ্যেই অনুদান ছাড়িয়ে যায় ১০ কোটি ওন। পরদিন সকাল ৯টা নাগাদ তা পৌঁছায় ২০ কোটি ওনেরও বেশি।

অনেক ভক্ত সামাজিক মাধ্যমে অনুদানপ্রক্রিয়া বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেন। সঙ্গে যুক্ত করে দেন হাসপাতালের লিংক। এর ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই মহৎ উদ্যোগটি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মিন ইউনগি ট্রিটমেন্ট সেন্টারকে এখন থেকে স্থায়ী অনুদান তালিকায় রাখা হবে যাতে ভবিষ্যতেও যে কেউ সহজে অনুদান দিতে পারে।

২৩ জুন হাসপাতালের মূল ক্যাম্পাসে অবস্থিত জেজুংওয়ান ভবনে নতুন এই চিকিৎসাকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কেন্দ্রটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে (এএসডি) আক্রান্ত শিশুদের সঠিক নির্ণয়, প্রাথমিক হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।