৮০তম জন্মদিনের দুদিন আগেই মারা গেলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৪ আগস্ট ২০২৫
লনি অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

ছোটপর্দার ধারাবাহিক ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’র স্মরণীয় চরিত্র জেনিফার মার্লো খ্যাত তারকা লনি অ্যান্ডারসন মারা গেছেন। ৮০তম জন্মদিনের দুদিন আগেই, রোববার (৩ আগস্ট) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল (৫ আগস্ট) তার জন্মদিন।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর লনি অ্যান্ডারসন লস অ্যাঞ্জেলেসের এক হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে. কাগান।

লনি অ্যান্ডারসনের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের প্রিয় স্ত্রী, মা ও দাদীর মৃত্যুতে আমরা শোকাহত।’

১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রচারিত “ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি” ধারাবাহিকটি ওহাইওর একটি বিপর্যস্ত রেডিও স্টেশনকে ঘিরে নির্মিত হয়েছিল, যেটি রক সংগীতের মাধ্যমে নতুনভাবে শুরু করতে চেয়েছিল। সিরিজটিতে গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্র্যাংক বোনার এবং জ্যান স্মিথার্সের পাশাপাশি লনি অ্যান্ডারসন অভিনয় করেছিলেন স্মার্ট, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় রিসেপশনিস্ট জেনিফার মার্লো চরিত্রে।

ব্লন্ড চুল, হাই-হিল পরা সেই জেনিফার শুধু সৌন্দর্যেই নয়, তার বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমেও মন জয় করেছিলেন দর্শকদের। ব্যর্থ ও বিশৃঙ্খল এক অফিসে তিনিই ছিলেন কার্যকারিতা ও ভারসাম্যের প্রতীক।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।