আয় কমার পরও ৪০০ মিলিয়নের পথে ‘ফ্যান্টাস্টিক ফোর’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৪ আগস্ট ২০২৫

মার্ভেল স্টুডিওর নতুন সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’। বিশ্বব্যাপী বক্স অফিসে শক্ত অবস্থানে রয়েছে ছবিটি। প্রথম সপ্তাহে ব্যাপক সাড়া জাগালেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কমে গেছে প্রায় ৬৬ শতাংশ। তবে তারপরও এর মোট আয় এখন পর্যন্ত ৩৬৮.৭ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ৪০০ মিলিয়নের কাছাকাছি।

মার্কিন ও আন্তর্জাতিক বাজারে এই মোট আয় হয়েছে ছবিটির। তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আয় হয়েছে ১৯৮.৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১৭০.৩ মিলিয়ন ডলার।

ছবিটি পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পেদ্রো পাসকাল। সঙ্গে রয়েছেন ভেনেসা কিরবি, জোসেফ কুইন, এবন মোস-বাচরাচ ও জুলিয়া গার্নার।

২০০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটে নির্মিত এ ছবিটি তৃতীয় সপ্তাহে বিশ্বব্যাপী আয় ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ছবিটির পটভূমি ১৯৬০ দশকের একটি রেট্রো-ফিউচারিস্টিক জগৎকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন সারাহ নাইলস, মার্ক গ্যাটিস, নাতাশা লিওনে, পল ওয়াল্টার হাউজার ও রালফ ইনেসন।

‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ বর্তমানে বিশ্বব্যাপী হলিউডের আরও কয়েকটি বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ‘এফ১: দ্য মুভি’, ‘সুপারম্যান’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’।

এই মুহূর্তে ছবিটি বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। দর্শকরা চাইলে অনলাইনে অথবা সরাসরি সিনেমা হলে গিয়ে টিকিট কিনে উপভোগ করতে পারেন মার্ভেল ইউনিভার্সের নতুন এ অধ্যায়।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।