ক্রিসমাসে ক্যাট-রণবীরের ঠোঁটে ঠোঁট


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

এ বছরের শেষদিকে সবচেয়ে আলোচিত ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। বছরের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কায় বম্বে ভেলভেট সেটে রণবীরের সঙ্গে ক্যাটরিনার দেখা করতে যাওয়ার মাধ্যমে। আর শেষটা হলো ক্রিসমাসে দুজনের অন্তরঙ্গতার মধ্য দিয়ে।

এখন সবাই জানেন, রণবীর এবং ক্যাট এক অ্যাপার্টমেন্টে এক সঙ্গে থাকছেন। সেখানে নিয়মিত পার্টিও চলছে কাছের মানুষদের নিয়ে। বি-টাউনের বন্ধুদের নিয়ে ক্রিসমাসের আগে এক আয়োজন চলে সেখানে। ওখানকার মানুষদের কাছ থেকে জানা যায়, পুরো সময়টা একের হাত অপরের হাতে ছিলো দুই তারকার।

শুধু তাই নয়, এক সময় হালকা রোমান্টিক মিউজিক শুরু হলো। ক্যাট আর রণবীর একে অপরকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলেন এবং এক সময় সবার সামনেই দুজনের ঠোঁট মিলিত হলো।

তবে এ পার্টিতে ব্যাঘাত ঘটান সালমান। নিজে আসেননি, প্রতিবেশীর পার্টিতে থেকে প্রচণ্ড শব্দে বাজছিলো সালমানের `জুম্মে কি রাত` গানটি। তবে প্রেমিকাকে এই সমস্যায় বেশিক্ষণ পড়তে দেননি রণবীর। তার চেষ্টায় ওই গানের আওয়াজ বেশ কমে আসে। ক্যাট এখন লন্ডনে রয়েছেন তার পরিবারের সঙ্গে। খুব শিগগিরই রণবীর সেখানে যোগ দেবেন বলেও জানা গেছে। - ইন্ডিয়া টুডে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।