প্রেম ও বিয়ের জটিলতায় আটকা জোভান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ মার্চ ২০২৫

প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা যুবক বান্টি। তার জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’। নাটকে বান্টির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মজার ও রোমাঞ্চকর গল্পে নাটকটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী।

সিএমভির ব্যানারে নাটকটিতে জোভানের বিপরীতে দেখা যাবে তিনজন অভিনেত্রীকে। তারা হলেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা।

জোভান বলেন, ‌‌‘এই নাটকটিকে এক যুবকের গল্পটা সাবলীলভাবে বলতে চেষ্টা করেছেন। আমার ধারণা প্রায় সব যুবকই নিজেকে খুঁজে পাবে বান্টি চরিত্রের মধ্যে।’

প্রেম ও বিয়ের জটিলতায় আটকা জোভান

গল্পটির ট্রেলারে দেখা গেছে মিলি নামের এক সাহসী মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে বান্টির সাথে তার বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সাথে আরেকজন মেয়ের বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।