আজিজুল হাকিমের পরিচালনায় অভিনয়ে ফিরলেন চাঁদনী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২২ এপ্রিল ২০২৫

দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকা একসময়কার আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী অবশেষে ফিরলেন অভিনয়ে। মাঝে মাঝে নাচের অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয়ের জগত থেকে অনেকদিন দূরে ছিলেন তিনি। তবে এবার বিরতি ভেঙে নতুন নাটকে কাজ শুরু করেছেন।

এতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘তুমি, আমি ও সে’-তে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। নাটকটির গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী, অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম।

এ নাটক দিয়ে আজিজুল হাকিমও বিরতি ভেঙে নির্মাণে ফিরলেন।

নাটকের কাহিনীতে এক যুবকের গল্প তুলে ধরা হবে যিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একটি মেয়ের প্রেমে পড়েন। তবে তার পরিবার চায় তিনি যুক্তরাষ্ট্রের কোনো মেয়েকে যেন বিয়ে করেন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

চাঁদনী জানান, তার চরিত্রটি একটি স্বাধীনচেতা মেয়ের। সে নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে চায় এবং মোহের কাছে আপস করতে চায় না। তিনি আরও বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। গল্পটি সুন্দর। আর এখন আমি শুধু সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে চাই না। ভালো গল্পই আমার প্রধান লক্ষ্য।’

এটি ছিল চাঁদনীর দীর্ঘ বিরতির পর প্রথম অভিনয়, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করবে।

এমআই/এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।