মিউজিক ভিডিওতে কনা
নতুন মিউজিক ভিডিও নিয়ে শ্রোতামহলে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। মিউজিক ভিডিও`র গানটি তার অপ্রকাশিত অ্যালবাম থেকে নেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে কনা বলেন, `বেশ কিছুদিন আগে নতুন অ্যালবামের কাজটি শুরু করেছিলাম। তবে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় বর্তমানে এর কাজ বন্ধ রয়েছে। আমার মনে হচ্ছে, পরবর্তী একক অ্যালবামটি প্রকাশ করতে কিছুটা সময় লাগবে। তাই সিদ্ধান্ত নিয়েছি, অ্যালবামের আগে একটি মিউজিক ভিডিও প্রকাশ করার। সে লক্ষ্যে কিছু দিনের মধ্যেই অপ্রকাশিত এ অ্যালবামের একটি গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করব। আশা করছি, আগামী মাসের শেষের দিকেই ভিডিওটি প্রকাশ করতে পারব। এতে মডেল হব আমি নিজেই।`
কনার এ অ্যালবামের গানগুলোর সুর-সঙ্গীত করছেন বাপ্পা মজুমদার ও হৃদয় খানসহ অনেকেই।