পাকিস্তানিদের ‘সাবেক প্রেমিকা’ বলে সামির কটাক্ষ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ জুন ২০২৫
আদনান সামি। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ের ভারত পাকিস্তান যুদ্ধকালে যার নাম অনেকবার সংবাদের শিরোনামে এসেছিল, তিনি খ্যাতিমান গায়ক আদনান সামি। এক সময় পাকিস্তানের বাসিন্দা হলেও কেনো তিনি যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কথা বললেন, কেনো তিনি পাকিস্তানে ফিরে আসছেন না, এ বিষয়ে বারবার গায়ককে কটাক্ষ করা হয়। যদিও সমস্ত কটাক্ষের সঠিক জবাব দিতেও দেখা গেছে সামিকে।

এক সময় পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও ২০১৫ সাল থেকে আদনান সামি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ভারতে থাকার সুবাদে তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন এবং তারপর থেকে আর তিনি কোনোদিন পাকিস্তানে ফিরে যাননি। আদনান পাকিস্তানে ফিরে না গেলেও পাকিস্তানের কথা উঠলেই বারবার উঠে আসে আদনান সমির বিষয়টি।

বিজ্ঞাপন

কিছুদিন ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদনান পুরো ব্যাপারটিকে বেশ মজার ছলে বর্ণনা করেছেন। তিনি বলেন, পাকিস্তানিরা যে রোগে আক্রান্ত, সেটি আসলে সাবেক প্রেমিক সিনড্রোম। এ রোগের নিরাময় করা যায় না।

আদনান বলেন, ‘ধরুন আপনার সাবেক প্রেমিক রয়েছেন, তিনি জানেন তিনি আপনাকে পাবেন না। আপনাকে না পেলেও আপনাকে অন্য কারো সঙ্গে দেখতে পেলেই তিনি রেগে যাবেন। আসলে ব্যাপারটা হলো যেহেতু তিনি আপনাকে পাননি, তাই আপনাকে অন্য কারো হতে দেখলে রাগ হয় তার। এটাই হলো ভালোবাসা।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাকিস্তানিদের ‘সাবেক প্রেমিকা’ বলে সামির কটাক্ষ

আদনান আরও বলেন, ‘অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত নিজেদের নাগরিকত্ব পরিবর্তন করছেন, কিন্তু বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে আমাকেই। এ কটাক্ষের কারণ একমাত্র ভালোবাসা। এটাই হলো সাবেক প্রেমিক-প্রেমিকা সিনড্রোম। এর থেকে বের হওয়ার তাদের উপায় নেই।’

আদনান সামি কেনো নিজের নাগরিকত্ব পরিবর্তন করেছিলেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘প্রায় ৪০ বছর সংগীত পরিবেশনা করার পরেও সেখানকার সরকারের থেকে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাইনি আমি। সেই সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আমাকে। তবে পাকিস্তানে এখনো আমার অনেক অনুরাগী আছেন, যারা আমার গান শুনতে ভীষণ ভালোবাসেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সামি সবশেষে বলেন, ‘আমার সমস্যা সেখানকার মানুষদের নিয়ে ছিল না, আমার সমস্যা ছিল সরকারের সঙ্গে। একটি সরকার যেভাবে আমার সঙ্গে আচরণ করেছিল সেটাই আমার আসল সমস্যা ছিল। তবে আমি একজন শিল্পী, যারা আমাকে ভালোবাসবে তাদের আমি অবশ্যই ভালবাসবো।’

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।