অভিভাবকরাও কি গুম হয়ে গেছে, প্রিন্স মাহমুদের প্রশ্ন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৩ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শিশুদের নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও অস্পষ্টতা বিরাজ করছে। এমন অস্থির সময়ে এ ইস্যুতে মুখ খুললেন দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে।

প্রিন্স মাহমুদের কথায়, ‘যে সব গার্ডিয়ান সন্তানের লাশ পায়নি, তাদের লিস্ট দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’

এই মন্তব্যে স্পষ্ট ক্ষোভ ও হতাশার প্রকাশ পাওয়া যায়। তিনি প্রশ্ন রেখেছেন যদি সত্যিই কেউ নিখোঁজ হয়ে থাকে, তাহলে তাদের পরিবারের লোকজন কোথায়? তারা প্রকাশ্যে আসছেন না কেন? এ নিয়ে জনমনে সন্দেহ ও গুজব ছড়ানো কতটা যৌক্তিক?

প্রিন্স মাহমুদের এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার এই অবস্থানকে ‘যুক্তিভিত্তিক ও বাস্তবমুখী’ বলে প্রশংসা করেছেন। আবার অনেকেই এটিকে নির্দয় ও সহানুভূতিহীন বলেও আখ্যা দিয়েছেন।

সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রশ্ন মূলত প্রশাসনের তথ্য প্রকাশে স্বচ্ছতার ঘাটতির ফল। কারণ, এখনো পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ, কতজনের মৃত্যু হয়েছে এবং কতজনের পরিচয় নিশ্চিতভাবে পাওয়া গেছে এসব বিষয়ে স্পষ্ট কোনও বিবৃতি আসেনি।

এদিকে গতকাল প্রিন্স মাহমুদ আরেক পোস্টে রাজনীতিবিদদের সমালোচনা করে লেখেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন’, চ্যালা চামুন্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন…’

সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে সক্রিয় থাকা প্রিন্স মাহমুদ এর আগেও জাতীয় নানা ইস্যুতে তার অবস্থান জানিয়ে আসছেন। গেল বছরে আওয়ামী সরকার পতনের বৈষম্যবিরোধী গণ অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।