হাসপাতালে চিত্রাঙ্গদা সিংহ, উদ্বিগ্ন অনুরাগীরা
হাসপাতালের বিছানয় বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহের ছবি দেখে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। নিজের হাসপাতাল-শয্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে—হাসপাতালের বিছানায় শুয়ে আছেন চিত্রাঙ্গদা, হাতে ড্রিপ। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘খুব শিগগির খরগোশের মতো দৌড়াব, এমন আশাই করছি।’ তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট করেননি এই লাস্যময়ী অভিনেত্রী।
সম্প্রতি চিত্রাঙ্গদা ব্যস্ত ছিলেন সালমান খানের নতুন সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন তিনি। জানা গেছে, সিনেমাটিতে একাধিক অ্যাকশন ও যুদ্ধের দৃশ্য রয়েছে। এর বেশিরভাগ শুটিং হয়েছে লাদাখের দুর্গম অঞ্চলে, যেখানে প্রচণ্ড ঠান্ডা ও কষ্টকর পরিবেশে কাজ করতে হয় ইউনিটের সবাইকে। তাই অনেকে অনুমান করছেন—কঠোর শুটিংয়ের চাপেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি চিত্রাঙ্গদা নিজে।
চিত্রাঙ্গদার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘হাউসফুল ৫’। সেখানে তাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনম বাজওয়া, নার্গিস ফকরি, নানা পাটেকর, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, ফরদিন খান, শ্রেয়াস তলপাড়ে, দিনো মোরিয়া ও সঞ্জয় দত্তের সঙ্গে। তারকায় ঠাসা এই সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। বরং সিনেমার বিরুদ্ধে অভিযোগ ওঠে—নারীদেরকে পণ্যের মতো উপস্থাপন করা হয়েছে।
আরও পড়ুন:
রোমান্টিক ‘সাইয়ারা’ ছবির নায়িকা এবার হরর-কমেডিতে
নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করা নিয়ে যা বললেন জয়া
অন্যদিকে চিত্রাঙ্গদার হাসপাতাল পোস্টে অনুরাগীদের শুভকামনা ভেসে এসেছে মন্তব্য ঘরে। সবাই একবাক্যে লিখছেন, ‘তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, আবার পর্দায় ফিরো।’
এমএমএফ/এমএস