বাবা-মা হলেন তারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫
ইমরান মাহমুদুল ও মেহের আয়াত। ছবি: সংগৃহীত

বাবা-মা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও তার স্ত্রী মেহের আয়াত। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের মেয়ে। ২০২৩ সালের ২৪ মে পারিবারিকভাবে বিয়ে করেন ইমরান মাহমুদুল ও মেহের আয়াত জেরিন।

সুখবরটি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। তিনি জানান, ‘মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোয় এসেছে। মা-মেয়ে দুজনই আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’ 

ইমরানের সংগীত জীবনের শুরু ২০০৮ সালে, চ্যানেল আই-এর ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে দেশের সংগীত জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।

গত এক যুগে ইমরানের কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে নতুন প্রজন্মের অনেক শিল্পী পরিচিতি পেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

ইমরান মাহমুদুলের পরিবারে নতুন সদস্য আসার খবরে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।