পা ভেঙে বিশ্রামে জাহারা মিতু, কাজে ফিরতে নির্বাচনের অপেক্ষায়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২৫
জাহারা মিতু

হঠাৎ পড়ে গিয়ে পা ভেঙেছেন অভিনেত্রী জাহারা মিতু। দুর্ঘটনার পর ধীরে ধীরে তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বাসায় এক মাসের বিশ্রামে আছেন।

ঘরে বিশ্রামে থাকলেও এ সময় সম্প্রতি কক্সবাজার ঘুরতে যান মিতু। বোনের আগ্রহে পা ভাঙা অবস্থাতেই কক্সবাজারে ঘুরে এসেছেন অভিনেত্রী। মিতু বলেন, ‘বাসায় হঠাৎ করে পড়ে গিয়েছি। তারপর আস্তে আস্তে প্রচণ্ড ব্যথা অনুভব করি। হাসপাতালে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। এদিকে বোন দেশের বাইরে থেকে এসেছে। বলল ‘চল কক্সবাজারে বেড়াতে যাই’। তাই তাকে সঙ্গ দিতে পা ভাঙা নিয়েই চলে গিয়েছিলাম।’

আরও পড়ুন
রাজা-রানী হয়ে চমকে দিলেন পলাশ-পারসা ইভানা
৩০ দিনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমনি

এদিকে কাজের বিষয়ে জানতে চাইলে জাহারা মিতু জানান, তিনি জাতীয় নির্বাচন শেষ হওয়ার অপেক্ষা করছেন। কারণ তার মতে, নির্বাচনের পর হয়তো দেশের সার্বিক পরিস্থিতি পুরোপুরি অনুকূলে আসবে। তিনি বলেন, ‘বেশ কয়েকটা সিনেমার ব্যাপারে কথা চলছে। কিন্তু এই মুহূর্তে কাজ করতে চাই না। কারণ এখন কেউই কাজ করছে না। শুধু শুধু ঘোষণা দিয়ে তো লাভ নেই। নির্বাচন শেষে দেশের পরিস্থিতি কেমন হয় সেটার ওপরই নির্ভর করছে কবে কাজে ফিরবো বা ফিরবো কি না।’

এদিকে জাহারা মিতু অভিনীত ‘আগুন’ সিনেমাটি মুক্তি অপেক্ষায় রয়েছে। এতে তিনি শাকিব খানের বিপরীতে জুটি হয়েছেন। এ সিনেমার শুটিং শেষ হয়েছে। গানের কিছু কাজ বাকি আছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। এ ছবির পরিচালক বদিউল আলম খোকন।

 

এমআই/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।