অমৃতার মিশন আফ্রিকা


প্রকাশিত: ০৩:২৬ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

‘মিশন আফ্রিকা’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফ্রিকা যাচ্ছেন চিত্রনায়িকা অমৃতা খান। রোববার রাত নয়টার বাংলাদেশ ছেড়েছেন তিনি।

অমৃতা খান বলেন, ‘ছবির পুরো শুটিং হবে আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, পোর্ট এলিজাবেথ, কেপটাউন ও ডারবানসহ আরও বেশ কিছু লোকেশনে শুটিং হবার কথা রয়েছে। সেখানে টানা একমাস ছবিটির শুটিং চলবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি দেশে ফিরবো।’

তিনি আরও বললেন, ‘ছবিটিতে আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল। তিনি আফ্রিকার বড় মাপের একজন মাফিয়া। ছবিতে আমাকে একজন ড্যামকেয়ার টাইপের মেয়ের চরিত্রে দেখা যাবে। যে কিনা সবসময় নেশা আসক্ত থাকে। তবে কেন মেয়েটা নেশাগ্রস্ত হয়ে পড়ে তা জানতে দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।