বাবা হয়েছেন কলকাতার নায়ক সোহম


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৪ জুলাই ২০১৬

ওপার বাংলার হার্টথ্রব অভিনেতা সোহম চক্রবর্তী। ২০১২ সালে তানিয়া পালের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সুখের সংসারে এবার লাগল নতুন হাওয়া। বাবা হয়েছেন সোহম।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১টার দিকে পশ্চিমবঙ্গের ভাগীরথী নেওটিয়াতে এক পুত্রসন্তানের জন্ম দেন সোহমের স্ত্রী তানিয়া। বাবা হওয়ার খবরে আনন্দে আত্মহারা সোহম। উচ্ছ্বসিত তার ভক্তরা। এরই মধ্যে অনেকেই সোহমের ফেসবুক পেজে প্রিয় নায়ককে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে সোহম নায়ক চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন, যদিও এটা তার পক্ষে বেশ কঠিন ছিল। তিনি কঠোর পরিশ্রমের পর ২০০৯ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রেম আমার’ ছবিতে পায়েল সরকারের বিপরীতে অভিনয় করার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

সম্প্রতি সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।