জ্যাকসনের ছেলের সঙ্গে জাস্টিন বিবার


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বড় ছেলে মাইকেল জোসেফ জ্যাকসনের সঙ্গে গান শুরু করছেন আরেক পপ তারকা জাস্টিন বিবার।

নিউইয়র্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এই প্রকল্পের জন্য সাহায্য করছেন মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদার জুনিয়র।

জ্যাকসন পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ১৭ বছরের জোসেফ জ্যাকসন ও ২০ বছর বয়সী জাস্টিন বিবার দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই এটা তাদের কাজের জন্য খুবই সহায়ক হবে।

এদিকে জোসেফ ও বিবার ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে একসঙ্গে থাকেন। ওখানে তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।