অবশেষে ছবির শুটিংয়ে ঐশ্বরিয়া


প্রকাশিত: ০২:৩২ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

`জজবা` ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় ফিরলেন ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বচ্চন। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ছবির শুটিং শুরু করলেন সাবেক এই বিশ্বসুন্দরী। ছবিটির পরিচালনা করছেন সঞ্জয় গুপ্ত। সর্বশেষ সঞ্জয়লীলা বানসালির `গুজারিশ` ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

`জজবা` ছবির শুটিংয়ের প্রস্তুতি কয়েক সপ্তাহ আগেই গ্রহণ করেছিলেন ঐশ্বরিয়া। কারণ ছবিটির জন্য তার শারীরিকভাবে ফিট হওয়ার প্রয়োজন ছিল। শুধু তাই নয়, এ ছবির মারপিটের দৃশ্যে অভিনয়ের জন্য প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ছবির পরিচালক বলেন, `ছবিটিতে ঐশ্বরিয়াকে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এ কারণে তাকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে।`

আগামী এপ্রিল পর্যন্ত `জজবা` ছবির টানা কাজ করবেন ঐশ্বরিয়া । এরপর করণ জোহরের `অ্যায় দিল হ্যায় মুশকিল` ছবির শুটিং শুরু করবেন। এ ছাড়া আরো চারটি ছবি তার হাতে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।