নিজের ভেতর অপু বিশ্বাস
পর্দায় বিচিত্র চরিত্রে অভিনয় করলেও এবার নিজের চরিত্রেই অভিনয় করতে যাচ্ছেন অপু বিশ্বাস। এর আগে কখনো কাজের মেয়ে, কখনো ধনীর মেয়ে, আবার বস্তির রানি চরিত্রেও দেখা গেছে অপুকে।
এস এ হক অলিকের `আরো ভালোবাসব তোমায়` ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। আগামী মাসের ১২ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি নিয়ে বেশ খুশি তিনি।
অপু বলেন, আমি ঢালিউডের এক নম্বর নায়িকা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার পর্দাতেও এক নম্বর নায়িকা হিসেবে দেখা যাবে আমাকে।
চরিত্রটি সুপারহিট নায়িকার, যার জুটি শাকিব খান। আমাদের যেকোনো ছবিই সুপারহিট হয়। গল্পটা এখান থেকেই শুরু। বাস্তব আর পর্দার চরিত্র মিলে দর্শকরা নতুন এক অপুকে পাবেন বলে আশা করেন তিনি।
বিএ/এমএস